27 Feb 2025, 09:13 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয সরকারের পতন হয়েছে। দেশটির অর্থমন্ত্রীকে পদচ্যুত করার জের ধরে জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে হেরে যাওয়ায় তার সরকারের পতন ঘটল।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পার্লামেন্টে আস্থা ভোটে শোলযের পক্ষে ভোট পড়েছে ২০৭টি আর বিপক্ষে পড়ে ৩৯৪টি; ভোটদানে বিরত ছিলেন ১১৬ জন সদস্য।

আস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার সংসদ ভেঙে দেবেন। এরইমধ্যে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে।

জার্মানির কয়েকটি সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আগাম নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। নাম প্রকাশ না করার শর্তে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে একটি সূত্র জানিয়েছে, আগাম নির্বাচনের বিষয়ে ওলাফ শোলযের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি এবং বিরোধী খ্রিস্টান গণতন্ত্রী বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে। ওই প্রেক্ষাপটে নির্ধারণ করা হয়েছে নির্বাচনের তারিখ।

২০২১ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন জার্মানির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা শোলয। নির্বাচনে জয়ের পর ফ্রি ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি অব জার্মানি- এই দু’দলকে সাথে নিয়ে ত্রিদলীয় জোট সরকার গঠন করেন তিনি। তবে গত কয়েক মাস ধরে জোট শরিক গ্রিন পার্টির সাথে টানাপড়েন চলছিল শোলযের।

এই দ্বন্দ্বের জেরে গত ৭ নভেম্বর অর্থমন্ত্রী ও গ্রিন পার্টির নেতা ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করেন শোলয। কিন্তু শোলযের এই পদক্ষেপে জোট শরিকদের ঐক্যে ফাটল ধরে এবং সরকারের বিদায় নিশ্চিত হয়ে যায়।

 

আস্থা ভোটে পরাজয়ে জার্মান সরকারের পতন ; ২৩ ফেব্রুয়ারি নির্বাচন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিন লেখা ব্যাগ কাঁধে নিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) পার্লামেন্টে প্রবেশ করলে দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতাদের তোপের মুখে পড়েন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী আইনপ্রণেতা প্রিয়াঙ্কা গান্ধী।  এরপর ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ কাঁধে নিয়ে সংসদে গেলেন তিনি ।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কংগ্রেসের আরও আইনপ্রণেতারা। তারাও একই ধরনের ব্যাগ সঙ্গে নিয়ে আসেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কার ওই ব্যাগে লেখা ছিল ‘বাংলাদেশ’। এ ছাড়া ব্যাগে আরও লেখা রয়েছে, ‘হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান’।

প্লাকার্ড ও ব্যাগ হাতে সংসদের বাইরে তারা বিক্ষোভও করেছেন।

এর আগে সোমবার প্রিয়াঙ্কা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু এবং খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন প্রসঙ্গে বলেন, ভারত সরকারকে এ বিষয়ে জোরালো অবস্থান নিতে হবে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে নির্যাতিতদের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে হবে।

সোমবার ফিলিস্তিন লেখা ব্যাগ কাঁধে করে পার্লামেন্টে আসেন প্রিয়াঙ্কা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই পদক্ষেপ নেন তিনি।

এতে বিজেপি নেতারা প্রিয়াঙ্কাকে খোঁচা দেন। তাদের ভাষ্য, ফিলিস্তিন নিয়ে কথা বললেও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে নিশ্চুপ প্রিয়াঙ্কা। তাই একদিন পরেই বাংলাদেশ লেখা ব্যাগ কাঁধে করে নিয়ে বিক্ষোভ করেছেন তিনি।

‘ফিলিস্তিন’ লেখা ব্যাগের পর এবার ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা গান্ধী