22 Feb 2025, 02:02 pm

মোঃ ফাহিমুল ইসলাম :  ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যদয়ের  সাথে সাথে সকল সরকারী-বেসরকারী ভবন-ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক দিবসের কর্মসূচী শুরু করা হয়।

 

সকাল ৮টায় কলেজ স্ট্যান্ডের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত।

সকাল সাড়ে ৮টায় মহেশপুর হাইস্কুল মাঠের অনুষ্ঠান মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মান প্রদর্শন, দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য ও  প্যারেড পরিদর্শন।

সকাল ৮.৪৫ ঘটিকায় পুলিশ-আনসার- ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ, সকাল ৯টায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ক্রীড়া প্রতিযোগতিা অনুষ্ঠান।

বাদ যোহর ও সুবিধাজনক সময়ে  জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

হাসপাতালে ও এতিমখানায় সুবিধাজনক সমযে  উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

 

বিকাল ৩টায় মহেশপুর হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 

বিকাল ৪টায় মহেশপুর হাইস্কুল মাঠে “জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

বিকাল ৪টায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাাধীনতা  ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

এর আগে ২৫ মার্চ শনিবার ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে নিহত শহীদদের স্মরণে মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়।

রাত ১০:৩০টা থেকে ১০:৩১টা পর্যন্ত সারা দেশে ১ মিনিট প্রতীকি ব্লক আউট রাখা হয়।

মহেশপুর উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত মহান স্বাধীনতা দিবসের সকল কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর- কোটচাদপুর) আসনের এমপি মোঃ শফিকুল আজম খান চঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ নবী নেওয়াজ, মহেশপুর  উপজেলা  পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শামীম উদ্দিন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজাজাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মীন সুলতানুজ্জামান।

সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।

মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে গত ১৫ মার্চ মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন  কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৭৫ সদস্য বিশিষ্ট একটি মূল কমিটি ও ১২টি উপ-কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।

ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের জন্য তাঁর শুভ কামনার স্মারক হিসেবে অতীতের মতো এবারও ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন তিনি।

রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকার গজনভী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার তাদের।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং প্রতিটি জাতীয় দিবস স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখ মতো উৎসবে তাদের স্মরণ করার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুক্তিযোদ্ধারা (এফএফ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যার দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং দেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতির জন্য তাদের সন্তোষ প্রকাশ করেন।

তারা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের নেতৃত্বে সরকার ক্ষমতায় থাকলে দেশের প্রান্তিক জনগণ ভালো থাকে ও তাদের পরিবারসহ মুক্তিযোদ্ধারা ভালো থাকে বলে তারা বিশেষভাবে উল্লেখ করেন।

মুক্তিযোদ্ধাদের বর্ধিত ভাতা, চিকিৎসা সেবা এবং বাসস্থান প্রদানের জন্য এফএফ এবং তাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তারা বলেন, মুক্তিযোদ্ধারা মনে করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ ও ‘সোনার বাংলাদেশ’ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সুত্র : বাসস

 

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী