অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার উত্তরে বেইত লাহিয়া শহরের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ৭৩ জন শহীদ হয়েছেন। শনিবার গভীর রাত পর্যন্ত ইসরাইলি হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। অনেকে ধ্বংসাবশেষের নিচে এখনো আটকে আছেন।
গাজায় ইন্দোনেশীয় একটি হাসপাতালে ইসরাইলি সেনাদের প্রচণ্ড গোলাগুলির পরেই এই হামলার ঘটনা ঘটল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার মধ্যরাতে বেইত লাহিয়া শহরের ঘুমন্ত মানুষের উপর নির্বিচার হামলা চালিয়ে কয়েকটি আবাসিক নিয়ে গঠিত একটি ব্লক একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। যোগাযোগব্যবস্থা ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এর আগে, গত শুক্রবার রাতে ইসরাইলি বাহিনী ঘনবসতিপূর্ণ জাবালিয়ায় বোমা হামলা চালায়। সেখানে শরণার্থীশিবিরও রয়েছে। হামলায় কমপক্ষে ৩৩ জন শহীদ হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরের বেশি সময়ে ইসরাইলের হামলায় অন্তত ৪২ হাজার ৫১৯ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৯৯ হাজার ৬৩৭ জন।
গত এক বছরের সংঘাতে গাজায় ১৪ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির মুখপাত্র জেমস এলডার বলেছেন, অবরুদ্ধ গাজার ১০ লাখ শিশুর জন্য উপত্যকাটি এখন ‘পৃথিবীর বুকে নরকে’ পরিণত হয়েছে।
Leave a Reply