অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপকূলে একটি বিতর্কিত জাহাজঘাট নির্মাণের কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন দাবি করছে, গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী আনার জন্য তারা এই ঘাট নির্মাণ করছে।
পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার গতকাল (বৃহস্পতিবার) সাংবাদিকদের বলেন, “আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে, ‘ইউএসএনএস বেনাভিডেজ’-সহ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ এই ঘাট নির্মাণের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে।”
মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট এই ঘাট নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এর পরপরই আমেরিকা ভাসমান ঘাট নির্মাণের জন্য পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করে। আমেরিকা দাবি করছে- সাইপ্রাস থেকে তারা ত্রাণ নিয়ে এই ঘাটের মাধ্যমে সেগুলো গাজা উপত্যকায় পাঠাবে। তবে আমেরিকার এই দাবি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ যে ইহুদিবাদী ইসরাইলকে আমেরিকা হাজার হাজার কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে, সেই ইসরাইল আমেরিকার কথা শুনবে না এবং আমেরিকার পাঠানো ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশ করতে দেবে না এটা বিশ্বাস করা কঠিন।
গাজার ওপর গত ১৬ বছর ধরে অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। আর সাম্প্রতিক যুদ্ধের কারণে সেখানকার পরিস্থিতি হয়েছে ভয়াবহ। গাজা উপত্যকা বর্তমানে মারাত্মক দুর্ভিক্ষের মুখে রয়েছে।
Leave a Reply