April 23, 2025, 7:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে ৪১ বছর পর্দাপন উদর্যাপিত ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নারী আটক মাগুরায় ১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত ঝিনাইদহের শৈলকুপায় ডাকাতি মা ও মেয়েকে ধর্ষণ করে স্বর্ণ ও নগদ টাকা লুট রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসিকে সক্রিয় করতে কাতারের জোরালো ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সাক্ষাৎ ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিলের রায় শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : পরিবেশ উপদেষ্টা পটুয়াখালীতে পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা রাজশাহীতে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

নেতানিয়াহু ও গ্যালান্টের গ্রেফতারি পরোয়ানা জারির পর হুমকি আসছে ; আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বলেছে, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালত হুমকি এবং ভয়ভীতির মুখোমুখি হয়েছে।

হেগে আইসিসিভুক্ত সদস্যদের উদ্দেশে সংস্থার প্রেসিডেন্ট তোমোকো আকান বলেন, আদালত “জবরদস্তিমূলক ব্যবস্থা, হুমকি, চাপ এবং নাশকতার ঘটনার সম্মুখীন হয়েছে।”

তিনি বলেন, “আমরা ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে রয়েছি। আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক বিচার এখন হুমকির মুখে। মানবতার ভবিষ্যতও তাই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত স্বাধীন ও নিরপেক্ষভাবে তার আইনগত কর্মকাণ্ড পরিচালনা করে যাবে। এক্ষেত্রে কাউকে হস্তক্ষেপের সুযোগ দেয়া হবে না।”

গত ২১ নভেম্বর আইসিসি ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই সময় আদালত বলেছিল, ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অবরোধ করে সেখানে হামলা চালিয়েছে এবং সেখানকার বেসামরিক লোকজনের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ইসরাইলের অন্ধ সমর্থক আমেরিকা এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে। এমনকি মার্কিন রিপাবলিকান দলের কোনো কোনো সিনেটর আইসিসি’র ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রেসিডেন্টে জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কে আইসিসি’র সভাপতি বলেন, কিছু কিছু নির্বাচিত কর্মকর্তা মারাত্মকভাবে হুমকি দিচ্ছেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য গ্রেফতারি পরোয়ানা জারি করছে। তিনি বলেন, “যদি আদালত ভেঙে পড়ে, তবে সমূহ বিপদ রয়েছে।”

 

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page