অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশের পরমাণু কর্মসূচি নিয়ে যেকোনো ধরনের অগঠনমূলক পদক্ষেপের বিরুদ্ধে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না তেহরান। তবে ইরান এখনো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সাথে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত আছে।
গতকাল (সোমবার) আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাথে ফোনালাপে এসব কথা বলেছেন আব্বাস আরাকচি। এ সময় আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের কয়েকটি সদস্য দেশের অগঠনমূলক পদক্ষেপের কঠোর নিন্দা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তাদের ওই পদক্ষেপের কারণে ইরান এবং আইএইএ’র মধ্যে আরো বৃহত্তর সহযোগিতা ও কিছু সংকটের সমাধান করা যায়নি।
গত মাসে বোর্ড অব গভর্নর্সের বৈঠকে আমেরিকা এবং তার কয়েকটি ইউরোপীয় মিত্র দেশ ইরানের বিরুদ্ধে অভিযোগ আনে যে, তেহরান পরমাণু কর্মসূচির বিষয়ে আইএইএ-কে পর্যাপ্ত সহযোগিতা করছে না। তেহরান এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।
কিন্তু তারপরেও ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে একটি প্রস্তাব পাস করে। এর জবাবে ইরান আরো উন্নতমানের সেন্ট্রিফিউজ বসিয়েছে যা দিয়ে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যাবে।
গতকালের ফোনালাপে রাফায়েল গ্রোসি জোর দিয়ে বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে আইএইএ আন্তরিক যোগাযোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
Leave a Reply