অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা বিশ্বকে ফের কড়া হুশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো চাইলে অন্য দেশকে অস্ত্র সরবরাহ করে পশ্চিমা স্থাপনায় হামলা চালাতে পারে বলে সর্তক করেন তিনি।
স্থানীয় সময় বুধবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গে সংবাদ সম্মেলনে ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর দূরপাল্লার অস্ত্র সরবরাহের নিন্দা জানান পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, কেউ যদি রুশ ভূখণ্ডে হামলার জন্য অস্ত্র পাঠাতে পারে, তবে মস্কোরও একই অধিকার আছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন।
তিনি বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে যেকোন পদক্ষেপ নিতে পারে তার সরকার। সবকিছু ব্যবহারের সম্ভাবনা আছে উল্লেখ করে একে হালকাভাবে না নেয়ার পরামর্শ দেন তিনি।
সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এরপর এই হুশিয়ারি দিলেন পুতিন।
Leave a Reply