অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার ধুনটে ঘরে ঢুকে এক পুলিশকে সদস্যের মাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ওই নারীর নাম জোবেদা খাতুন। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী এবং পুলিশ সদস্য আহসান হাবিবের মা। উপজেলার চুনিয়াপাড়া আহসান হাবিব বান্দরবান জেলার সদরে কর্মরত।
জোবেদা খাতুন বাড়িতে একা ছিলেন। বৃহস্পতিবার রাতে ঘটনার আগে তিনি কাজ করছিলেন। এ সময় দুজন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানতে পেরেছি। তবে তিনি কথা বলতে পারছেন না। এ ঘটনায় এখনও অভিযোগ দেয়নি কেউ। কি কারণে এই ঘটনা- সেটাও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Leave a Reply