January 31, 2026, 7:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস বাংলাদেশি সৌদি প্রবাসীদের ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা : রুহুল কবির রিজভী পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই : জামায়াতের আমির কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ  বন্দিবিনিময় চুক্তিতে ভারতে পাঠানো হলো ২৩ জেলেকে ; দেশে পিরলো ১২৮ জন ‘ভুল করে’ হত্যা মামলার আসামিকে ছাড়লো ময়মনসিংহ কারা কর্তৃপক্ষ ; আবারও আটক কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন আটক ইসরায়েলের সাথে সম্পর্ক স্থগিত করা জরুরি : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত
এইমাত্রপাওয়াঃ

বেইলি সেতুর পাটাতন ভেঙে বান্দরবান-রুমার সড়ক যোগাযোগ বন্ধ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বেইলি সেতুর পাটাতন খুলে পড়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ সকাল ৯টার দিকে বান্দরবান-রুমা সড়কে কুক্ষ্যংঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বন বিভাগের রুমা রেঞ্জের কার্যালয় সংলগ্ন বেইলি সেতুটির পাটাতন খুলে গেলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বান্দরবান-রুমার সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রুমা বাস সার্ভিস লাইনম্যান লুপ্রু মারমা বলেন, রুমা থেকে সকাল সাড়ে ৭টার প্রথম বাসটি পার হবার পর আর কোন বাস সেতু পেরুতে পারেনি। তবে সাধারণ যাত্রীদের সুবিধার্থে বাস ছাড়া বন্ধ রাখা হয়নি।

তিনি আরও বলেন, রুমা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো সেতুর এপারে থামবে। আর বান্দরবান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সেতুর ওপারে থাকবে। যাত্রীরা পায়ে হেঁটে সেতু এলাকা পার হবেন। তারপরে বাসে উঠে গন্তব্যে যেতে পারবেন।

সকালে বান্দরবান সদর থেকে আসা এক যাত্রী মাসাবু (৩৫) বলেন, ছেলে ও মেয়েকে নিয়ে বান্দরবান থেকে কিছু জিনিসপত্র ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। কিন্তু সেতু ভেঙে যাওয়ায় বাস থেকে নেমে যেতে হয়েছে। দুই সন্তানকে কোলে নিয়ে কীভাবে জিনিসপত্র বহন করব? নির্জন এলাকায় কোন শ্রমিকও নেই। বড় ভোগান্তিতে পড়ে গেছি।

গতকাল শনিবার রাতেও সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে। সকালে রুমার উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনগুলো ৮টার পর আর রুমা উপজেলা সদরে যেতে পারেনি বলে জানিয়েছেন জেলা শহরের রুমা বাসস্টেশনের গাড়িচালকেরা।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, বেইলি সেতু ভেঙে পড়ার খবর ওই এলাকায় দায়িত্বরত ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা দ্রুত মেরামতের ব্যবস্থা নেবেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page