অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির প্রতিরক্ষা রফতানি তিনগুণ বাড়িয়ে ৫০০ কোটি ডলারে উন্নীত করার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য করে নির্ধারণ করেছেন। আগামী দুই বছরের মধ্যে এই লক্ষ্য অর্জন করতে চায় মোদির সরকার। এই লক্ষ্যের আওতায় যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিভিন্ন দেশের কাছে বিক্রি করতে চায় দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভারত এখন বিপুল পরিমাণ অস্ত্র আমদানি করে। কয়েক দশক ধরেই বিশ্বের একটি বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক দেশ ভারত। কিন্তু বিশ্বের অস্ত্র রফতানি বাজারে অবস্থান তালিকার নিচের দিকে রয়েছে।
ভারতে অনুষ্ঠিত হচ্ছে বড় ধরনের একটি এয়ার শো। এতে অংশগ্রহণ করছে বিশ্বের বেশ কয়েকটি বড় অস্ত্র কোম্পানি। প্রতি দুই বছর অন্তর পাঁচ দিনের ‘অ্যারো ইন্ডিয়া’ নামের এই এয়ার শো আয়োজন করা হয়। এবারের প্রদর্শনীতে ভারত ৭৫০ বিলিয়ন রুপি (৯০০ কোটি ডলার) মূল্যের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চাইছে। এটি এখন পর্যন্ত ভারতের বৃহত্তম চুক্তি।
প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, ‘আজ, ভারত শুধু প্রতিরক্ষা কোম্পানির একটি বাজার শুধু হয়, এটি সম্ভাব্য প্রতিরক্ষা অংশীদারও। আমি ভারতের বেসরকারি কোম্পানিগুলোর প্রতিরক্ষা খাতে আরও বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।
মোদি বলেছেন, ভারত এখন ৭৫টি দেশে প্রতিরক্ষা পণ্য রফতানি করে।
অতীতে ফিলিপাইন, মৌরিতাস ও ইকুয়েডরের কাছে হিন্দুস্তান অ্যারোনটিকসের উৎপাদিত ধ্রুব হেলিকপ্টার রফতানি করেছে। এছাড়া রুশ-ভারত উদ্যোগ ব্রাহ্মস অ্যারোস্পেসের উৎপাদিত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফিলিপাইনের কাছে বিক্রি করা হয়েছে। মালয়েশিয়ার কাছে হিন্দুস্তান অ্যারোনটিকসের তেজাস নামের হালকা যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবও দেওয়া হয়েছে।
Leave a Reply