02 May 2024, 07:57 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ৪৭২ কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ বিপিসি চেয়ারম্যান ও অডিটর জেনারেলকে এই ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে কেন এই টাকা আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।

আগামী ২০ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে। আর প্রতিবেদনগুলো এ সময়ের মধ্যে দাখিল করতে হবে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয়, বিপিসিতে ৪৭২ কোটি টাকা অনিয়ম হয়েছে বিগত ৮ বছরে। পরে তা হাইকোর্টের নজরে আনেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

পেট্রোলিয়াম করপোরেশনের ৪৭২ কোটি টাকা আত্মসাতের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪২৬ জনে। একই সময়ে নতুন করে ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৮২৮ জনে।

রোববার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে চলমান ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় চার হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৬২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ২৩০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৫৪২ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ।

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু ; নতুন শনাক্ত ৪৬