22 Jan 2025, 07:54 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইয়েমেনের বেসামরিক স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলাকে ‘উদ্বেগজনক’ আখ্যায়িত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সকল পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে হবে।

গুতেরেসের উপ মুখপাত্র স্টেফানি ট্রাম্বলি এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের এ উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেন ও ইসরাইলের মধ্যে সংঘর্ষের তীব্রতা বেড়ে যাওয়ার নিন্দা জানিয়েছেন গুতেরেস।

ট্রাম্বলি বলেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দর, লোহিত সাগরের বন্দরগুলো এবং ইয়েমেনের বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার ওপর ইসরাইলি বিমান হামলা ‘চরম উদ্বেগ’ তৈরি করেছে।

ইয়েমেনে বৃহস্পতিবারের ইসরাইলি বিমান হামলায় অন্তত তিন জন নিহত ও ১৪ জন আহত হওয়ার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সানা বিমানবন্দরে বৃহস্পতিবারের ইসরাইলি বিমান হামলায় জাতিসংঘের একজন কর্মী আহত হয়েছেন।  ট্রাম্বলি আরো বলেন, যুদ্ধের সময় সকল পক্ষকে বেসামরিক নাগরিক ও স্থাপনা এড়িয়ে চলতে হবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, যখন ইয়েমেনের লাখ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন তখন দেশটিতে এ ধরনের হামলায় পরিস্থিতির ভয়াবহতা ব্যাপকভাবে বেড়ে যাবে। এ কারণে তিনি সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ইসরাইলি বিমান হামলা জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার রাতে মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

দিল্লি থেকে পিটিআই জানায়, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস সিংয়ের মৃত্যুর খবর ঘোষণা করে।  রাত ৮টা ৩০ মিনিটের দিকে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় এই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

গত কয়েক মাস ধরে তার স্বাস্থ্য খারাপ ছিল।

খবরে বলা হয়, মনমোহন সিংকে রাত ৮টা ৬ মিনিটে এআইআইএমএস হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হয়। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।

তিনি স্ত্রী গুরচরণ সিং ও তিন কন্যা রেখে গেছেন।

৯২ বছর বয়সে মৃত্যুবরণ করলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সম্প্রতি সাউথ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন সুক-ইয়লকে সামরিক শাসন জারি করার চেষ্টার পর অভিশংসিত করা হয়। এরপর হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তবে সাবেক প্রেসিডেন্টের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুও অভিসংশিত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, সাউথ কোরিয়ার সংসদ স্থানীয় সময় শুক্রবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু কে অভিশংসনের পক্ষে ভোট দেয়। ১৯২ জন আইনপ্রণেতা হানের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন, অভিশংসন সফল হতে প্রয়োজন ছিল ১৫১টি ভোট।

মাত্র দুই সপ্তাহ আগেই প্রেসিডেন্ট ইউন সুক-ইয়ল অভিশংসিত হওয়ার পর হান দায়িত্ব গ্রহণ করেন। প্রেসিডেন্ট ইউন সামরিক শাসন জারির চেষ্টার অভিশংসিত হন। এরপর হান দায়িত্ব পান।

দেশটির বিরোধী দল বৃহস্পতিবার হানের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবটি দায়ের করে। তাদের অভিযোগ, হান সংসদ-নির্বাচিত তিন বিচারকের নিয়োগ আটকে দিয়েছিলেন। এই বিচারকদের ইউনের মামলার রায় দেওয়ার জন্য দরকার ছিল।

সাউথ কোরিয়ার সংবিধান অনুযায়ী, হানের অভিশংসনের পর দেশটির অর্থমন্ত্রী চোই সাং-মোক পরবর্তী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।

 

সাউথ কোরিয়ায় প্রেসিডেন্টের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত