অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যকার সম্পর্ক সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। গতকাল (বুধবার) তেহরানে তুর্কমেনিস্তানের জাতীয় নেতা গুরবাংগুলি বারদিমুহাম্মাদভের সাথে এক বৈঠকে দু দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং তুর্কমেনিস্তানের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও আরো সহযোগিতার জন্য যথেষ্ট সুযোগ ও সক্ষমতা রয়েছে।
সর্বোচ্চ নেতা বলেন, “আমরা আশা করি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নতুন প্রশাসনের অধীনে, দুই দেশের মধ্যে সম্পর্কের সম্প্রসারণ আরো জোরালোভাবে এগিয়ে যাবে।”
আয়াতুল্লাহ খামেনেয়ী দুই দেশকে সংযুক্ত করার জন্য একটি মহাসড়ক নির্মাণ এবং একটি শেয়ার্ড গ্যাস পাইপলাইন সম্প্রসারণ সহ যৌথ উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, ইরানি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হলে তা দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করবে।
সাক্ষাতে বারদিমুহাম্মাদভ বলেন, তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে “ভালো এবং গঠনমূলক” আলোচনা করেছেন এবং আশা করেন যে, দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো ইতিবাচক ফলাফল দেবে। তুর্কমেন নেতা শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকেও স্মরণ করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করেন।
বারদিমুহাম্মাদভ নিশ্চিত করেন যে, ইরান এবং তুর্কমেনিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্ত সবসময় “শান্তি ও বন্ধুত্বের সীমানা” হিসেবে থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক প্রসারিত করার জন্য তার সরকার প্রস্তুত রয়েছে।
Leave a Reply