25 Nov 2024, 01:56 pm

জাপানে বন্যার আশঙ্কায় ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলের লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডস্কে : জাপানি কর্তৃপক্ষ ভারী বর্ষণের ফলে নদীর পানি বেড়ে বন্যার
আশঙ্কা তৈরি হওয়ায় শনিবার ইশিকাওয়া এলাকার ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চল থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ৷
একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছে, এই অঞ্চলের তিনটি নদীর পানি আশেপাশের জনপদে উপচে পড়েছে, কর্তৃপক্ষ ভবন এবং অবকাঠামোর ক্ষতির মূল্যায়ন করছে।
জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, তারা ইশিকাওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ জারি করেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াজিমা এবং সুজু শহরের প্রায় ৩০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সরকারী গণমাধ্যম এনএইচকে ওয়াজিমা শহরের পুরো রাস্তাটি পানির নিচে ডুবে থাকার ফুটেজ সম্প্রচার করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে জাপানের কিছু অংশে অতি মাত্রার ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে, বন্যা এবং ভূমিধসের কারণে কখনও কখনও হতাহতের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *