অনলাইন সীমান্তবাণী ডস্কে : রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছেন, হামলায় হিজবুল্লাহ নেতা নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীটির আরও সিনিয়র নেতা নিহত হয়েছে। এদের মধ্যে হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডারও আছেন।
আইডিএফ বলেছে, ফাইটার বিমান দিয়ে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তরে হামলা চালান হয়েছে। তবে নাসারুল্লাহর নিহতের খবর নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯১ জন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাসারুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের অতর্কিত এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন।
Leave a Reply