অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মায়ের আবেদনের পর মাদকাসক্ত ছেলে আল আমিনকে (২২) আটক করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের জেলসহ ৫০০ টাকা জরিমানা করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফুলছড়ি উপজেলার পশ্চিম উদাখালি গ্রাম থেকে গাঁজা সেবন করা অবস্থায় তাকে আটক করা হয়।
এর আগে ৩০ জানুয়ারি ইউএনও আনিসুরের কাছে ছেলে আল আমিনকে হাজতে রাখার লিখিত আবেদন করেন মা আলেতন বেগম। তিনি উপজেলার উদাখালি ইউনিয়নে পশ্চিম উদাখালী গ্রামের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী।
ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, মাদকাসক্ত আল আমিন বাড়িতে গাঁজা সেবন করছিলেন। স্থানীয়দের খবরে ফুলছড়ি থানা পুলিশ গাঁজা সেবন অবস্থায় তাকে আটক করে। তার কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply