বশির আল-মামুন, চট্টগ্রাম : কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারী পার্কের কর্মকর্তা ও কর্মচারী পার্কের অভ্যন্তরে অভিযান চালিয়ে একটি এক নলা লম্বা বন্দুক উদ্ধার করেছে। এসময় অবৈধ অস্ত্র বহনকারী দুই বণ্য প্রাণী শিকারীকে পাকড়াও করলেও চাকু দিয়ে পার্কের কর্মকর্তা দের হামলা চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৯ টায় সাফারী পার্কের ভেতর হাতীর বেষ্টনী এলাকায়।
পার্কের কর্মকর্তা ও কর্মচারীরা জানান
ওই দিন রাত ৯ টার দিকে খবর পাই একদল বণ্যপ্রাণী শিকারী অবৈধ অস্ত্র নিয়ে প্রাণী শিকার করতে কাটা তারের বেষ্টনী টপকিয়ে সাফারী পার্কের হাতির বেষ্টনী এলাকায় প্রবেশ করে। খবর পেয়ে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. মাজহারুল ইসলাম অপরাপর কর্মকর্তা -কর্মচারীদের নিয়ে তাৎক্ষণিক ওই এলাকায় জঙ্গলে অভিযান চালায়। এসময় পার্কের কর্মচারী তোফাজ্জল হোসেনে সহ সঙ্গীয় স্টাফরা দুই শিকারীকে একটি বন্দুক সহ আটক করলে দুই চোরা শিকারী তাদের হাতে থাকা চাকু দিয়ে তাদের উপর হামলা করে বন্দুকটি ফেলে পালিয়ে যায়। পরে ওখান থেকে শিকারীদের ফেলে যাওয়া একটি এক নলা লম্বা বন্দুক জব্দ করে পার্ক কতৃপক্ষ।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. মাজহারুল ইসলাম জানান এঘটনায় জড়িত থাকার অপরাধে চকরিয়া থানায় অস্ত্র ও বণ্যপ্রাণী হত্যা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলেন ডুলাহাজারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চা বাগান এলাকার বাবুল রক্ষিতের ছেলে তাপস রক্ষিত ও একই এলাকার বিনয় তালুকদারের ছেলে অমিত শাহ।
এ ব্যাপারে চট্টগ্রামের বণ্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের এমডি ইয়াছিন নেওয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন চোরা শিকারীদের থেকে একটি এক নলা লম্বা বন্দুক জব্দ করা হয়েছে। দুই বণ্যপ্রাণী শিকারীর বিরুদ্ধে পার্কের রেঞ্জ কর্মকর্তা বাদী হয়ে অস্ত্র আইনে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।###