24 Feb 2025, 12:25 pm

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অপরাধে শরিফুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলামের বাড়ি উপজেলার জলুলী গ্রামে।

র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, নড়াইল জেলার দরিদ্র পরিবারের এক নারী ভারতে চিকিৎসার জন্য লোক মারফত দালাল শরিফুলের সাথে পরিচয় হয়। শরিফুল ইসলাম তাকে স্বল্প খরচে ভারতে পাঠানোর কথা বলে গত ২৬ মার্চ মহেশপুর বাজারে আসতে বলে। সেখানে এলে তাকে একটি বাড়ীতে আটকে রাখে। সেখানে তাকে ধর্ষণ করে হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়।

এ বিষয়ে নির্যাতিতা বাদী হয়ে মহেশপুর থানায় আসামীর বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর র‌্যাব অভিযান পরিচালনা করে অভিযুক্ত শরিফুলকে গ্রেফতার করে।

পরে তাকে শুক্রবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

 

নারীকে বিদেশে পাঠানোর প্রলোভনে ধর্ষন ; অতঃপর র‌্যাবের হাতে আটক

জাফিরুল ইসলাম : পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১নং ভায়না ইউনিয়নে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ইউনিয়নের ২হাজার ১শত ৫০ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হয়।

শুক্রবার (৩১ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার। এসময় জোড়াদহ ক্যাম্প ইনচার্জ রবিউল ইসলাম, ইউপি সদস্য আমিনুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে তিটি ফ্যামিলি কার্ডে চিনি ১ কেজি ৬০ টাকা, মশুরি ডাল ২ কেজি ১৪০ টাকা, ছোলা ১ কেজি ৫০ টাকা ও সয়াবিন তেল ২ লিটার ২২০ টাকা দরে মোট ৪৭০ টাকায় মিলবে এবারের টিসিবি প্যাকেজ।

ফ্যামিলি কার্ডে হরিণাকুন্ডু উপজেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু

মোঃ বাবর আলী  : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোপালপুর গ্রামের ফুলসুরাতনকে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড দেওয়া হয়। ওই কার্ড দিয়ে প্রথমবার পণ্য ক্রয় করেন তিনি। কিন্তু পরবর্তীতে প্রায় ৮ মাস আগে পণ্য তুলে দেবার কথা বলে নিজের ও তার কাছে থাকা মামা আতিয়ার রহমানের কার্ড দুটি কেঁড়ে নেন ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন বাবু। এ পর্যন্ত বহুবার ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে ধন্যা দিয়েও নিজ নামের কার্ড ফেরত পাননি তিনি। গত বুধবার টিসিবির পণ্য বিতরণের স্থানে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, মামা আতিয়ার রহমান ও তার নামের টিসিবির কার্ড দুটি কেঁড়ে নেওয়ার পর তা আর ফেরত দিচ্ছেন না ওই ইউপি মেম্বার। গতকাল আবারও কার্ড ফেরত চাইতে তাকে জানিয়ে দেওয়া হয় তার নামে কোন কার্ড নেই।

তার মামা আতিয়ার রহমান বলেন,  আমার নামে কার্ড আসলে একবার ওই কার্ডে পণ্য ক্রয় করেছি। কিন্তু পরবর্তীতে আমার ভাগ্নি ফুলসুরাতনের কাছ থেকে ইউপি মেম্বার কার্ড দুটি কেঁড়ে নিয়ে আর ফেরত দেননি। এছাড়াও কার্ড কেঁড়ে নেওয়ার একই অভিযোগ ওই ওয়ার্ডের উসমান আলী, ছায়েদ আলীর, ইব্রাহীম আলীর। তাদের পরিবারের লোকজনরাও সাংবাদিকের কাছে একই অভিযোগ করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, সকালে টিসিবির পণ্য ক্রয়ের জন্য লাইনে দাড়িয়ে আছেন কার্ড ধারীরা। সকাল গড়িয়ে দুপুর হয়েছে এক যুবক সাইকেলে করে বস্তা ভর্তি টিসিবির পণ্য নিয়ে যাচ্ছে। গেঁটের সামনের স্থানীয় লোকজন ও সাংবাদিকের প্রশ্নের মুখে ওই যুবক স্বীকার করেন এসব পণ্য ১নং ওয়ার্ড ইউপি মেম্বারের। এখানে ৬ জনের পণ্য রয়েছে।

এব্যাপারে অভিযুক্ত ইউপি মেম্বারের মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে যাদবপুর ইউপির চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে দেখছি যদি ওই ইউপি মেম্বার এমন কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহের মহেশপুরের ইউপি মেম্বার জসিম উদ্দিন বাবুর বিরুদ্ধে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ

জাফিরুল ইসলাম : ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে এ (১) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী দু’জন স্বামী-স্ত্রী।

ডিবি পুলিশের এসআই পারভেজ কবির জানান, বুধবার (২৯ মার্চ) সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে শাখারিদাহ হইতে যাদবপুরের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঐদিন সন্ধ্যা ৬ টার সময় সঙ্গীয় ফোর্স নিয়ে যাদবপুর এলাকায় পৌছালে তাদের গতিরোধ করা হয়। এ সময় মোটরসাইকেল চালক মানিক আলী (৩৩) এর দেহ তল্লাশি করে তার পিঠ থেকে কসটেপে মোড়ানো এক (১)কেজি গাঁজা (যার মূল্য ৪৫ হাজার টাকা) উদ্ধার করা হয়। এবং মোটরসাইকেলের পিছনে বাচ্চাসহ মোছাঃ জিন্নাত আরা (২৪) নামে এক নারীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা স্বামী-স্ত্রী। এবং তারা দীর্ঘদিন ধরে হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে আসছিলো। আটককৃতরা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জঙ্গলিয়া গ্রামের বাসিন্দা। আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে হরিনাকুন্ডু  থানায় হস্তান্তর করা হয়।

ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে ডিবি পুলিশের জালে গাঁজাসহ স্বামী-স্ত্রী 

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের ঐতিহ্যবাহি হরিণাকুণ্ডু প্রেসক্লাবের পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ায় পুরাতন কমিটি বিলুপ্তি করে বার্ষিকী কমিটি গঠিত হয়েছে। প্রেসক্লাবের সহ-সভাপতি বিপ্লব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুদিপ্ত সালামের সঞ্চালনায় বুধবার (২৯ মার্চ) বিকালে চিলি প্যালেস রেস্টুরেন্টের এক সম্মেলন কক্ষে নীতি-নির্ধাকের পূর্ণাঙ্গ কমিটির নির্ধারিত সভায় সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়। এতে সভায় সর্বস্মতিক্রমে দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মো: সুদিপ্ত সালাম-কে সভাপতি ও দৈনিক আমাদের সময় ও আনন্দ টিভির ঝিনাইদহ প্রতিনিধি  মো: জাফিরুল ইসলাম-কে সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি এম.টুকু মাহমুদ-কে অতিরিক্ত সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩০ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করে ১ বছর মেয়াদী নির্ধারণ করা হয়েছে।

এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে,ইমদাদুল হক বিশ্বাস, ( দৈনিক বাংলাদেশের আলো) সহ-সভাপতি হিসেবে, রাব্বুল হোসেন ( সব পাঠকের কাগজ দৈনিক দেশের কন্ঠ) সহ-সহভাপতি: সাইফুর রহমান বাদল, স্টাফ রির্পোটার দৈনিক সময়ের কাগজ,সহ- সভাপতি: মামুনুর রশিদ টিটন ( যায়যায়দিন), সহ-সভাপতি: আবুল কালাম আজাদ,সহ-সভাপতি: ইকতিয়ার উদ্দীন ( দৈনিক শ্যামবাজার),সহ-সভাপতি: মোঃ বিপ্লব হোসেন ( দৈনিক গ্রামের কন্ঠ), আনিচুর রহমান লিটন( দৈনিক জবাবদিহি),

যুগ্ম সাধারণ সম্পাদক: সোহরাব আলী ( দৈনিক সময়ের সমীকরণ ),যুগ্ম সাধারণ সম্পাদক: তৈয়বুর রহমান ( সাপ্তাহিক সীমান্তবাণী), যুগ্ম সাধারণ সম্পাদক: স্বাধীন আহমেদ ( দৈনিক বাংলাদেশের আলো),যুগ্ম সাধারণ সম্পাদক: শরিফ জাহান চাঁদ, সাংগঠনিক সম্পাদক: জাভেদ হাসান আক্তার, দপ্তর সম্পাদক: তুষার হাবিব,প্রচার সম্পাদক: রাজন মিয়া,

অর্থ সম্পাদক: আব্বাস আলী,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, বনি আহমেদ,আইসিটি সম্পাদক, মোস্তাফিজুর রহমান টুটুল,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, শাহাদত হোসেন, নির্বাহী সদস্য: মোঃ আশিকুজ্জামান, নির্বাহী সদস্য: আবদুল্লাহ আল মামুন,নির্বাহী সদস্য: মোঃ জামিরুল ইসলাম,নির্বাহী সদস্য: আবুল কালাম আজাদ,নির্বাহী সদস্য: ইমারুল ইসলাম,নির্বাহী সদস্য: মাহবুবুর রশিদ টুলু।

এছাড়াও কমিটিতে সকলের সর্বসম্মতিক্রমে  উপদেষ্টামন্ডলী হিসাবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম বাবু মিয়া- প্রকাশক, ঝিনাইদহ সংবাদ,আবুল কালাম আজাদ জেলা প্রতিনিধি দৈনিক বাংলার নবকণ্ঠ।

উল্লেখ্য প্রেসক্লাব এর সাংবাদিকদের মান উন্নয়নে নেতৃবৃন্দ নানা দিক ফলপ্রসূ আলোচনা করেন।

 

হরিণাকুণ্ডু প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন ; সভাপতি সুদীপ্ত সালাম সম্পাদক জাফিরুল ইসলাম 

এম কবীর, ঝিনাইদহ : শোক ও শ্রদ্ধায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, মুুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকীকে ঝিনাইদহের সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তাকে শেষবারের মতো এক নজর দেখতে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে হাজার হাজার মানুষ সমবেত হন। এ সময় গার্ড অব অনার ও জানাজা শেষে চোখের জলে প্রিয় মানুষকে শেষ বিদায় জানানো হয়।

বুধবার সকালে ঢাকা থেকে নিজ জন্মভূমি ঝিনাইদহে জানাজার জন্য হেলিকপ্টার যোগে নূরে আলম সিদ্দিকীর মরদেহ শহরের সরকারি বালক বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয়। এ সময় বিভিন্ন স্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে জানাজার পূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। জানাজায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ, বীর মুক্তি যোদ্ধা মকবুল হোসেন,এড.আজিজুর রহমান সহ রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম থেকে আবারো ঢাকায় নেয়া হয় নূরে আলম সিদ্দিকীর মরদেহ। রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সাভারে নিজের নির্মিত মসজিদ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। এ খবর নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী ও নূরে আলম সিদ্দিকীর ছেলে এবং ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।

উল্লেখ্য বুধবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নূর এ আলম সিদ্দিকী। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নূর এ আলম সিদ্দিকী স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক সভাপতি এবং  ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূর এ আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। মুক্তিযুদ্ধের চার খলিফার একজন হিসেবে তাকে উল্লেখ করা হয়, মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি।

নূর এ আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশ নেয়াসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে অংশ নিয়েছিলেন নূর এ আলম সিদ্দিকী। নূরে আলম সিদ্দিকীর জন্ম ১৯৪০ সালের ২৬ মে।

শোক ও শ্রদ্ধায় ঝিনাইদহে নূর এ আলম সিদ্দিকীর জানাজা শেষে সাভারে দাফন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার থেকে সিংগী বাজার পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮২ লাখ টাকা। তবে নির্মাণের মাত্র দুদিনের মাথায় রাস্তার বিটুমিন (পীচ) উঠে যাচ্ছে। নিম্নমানের বিটুমিন, ইট ও সামগ্রী ব্যবহার করে রাস্তাটি নির্মাণ করায় এমন হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

জানা যায়, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার থেকে সিংগী বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি) এর আওতায় তৈরি করা হয়। নির্মাণকাজে ব্যয় ধরা হয় ৮১ লাখ ৬৩ হাজার ৩৩৭ টাকা। রাস্তাটি নির্মাণের দায়িত্ব পান কাঞ্চননগর এলাকার ঠিকাদার নিশিত বসু। তবে ঠিকাদার নিশিত বসুর কাছ থেকে কাজটি নিয়ে নেন ঝিনাইদহের রাশেদ হোসেন নামের এক ব্যক্তি। সোমবার (২৭ মার্চ) বিকেলে কাজ শেষ করেছেন তিনি। কাজটির তদারকির দায়িত্বে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী আবু তাহের।

সিংগী বাজারের স্থানীয় বাসিন্দা সুজয় সাহা বলেন, রাস্তায় পিচ দেওয়ার দুদিনের মাথায় সব উঠে যাচ্ছে। এমন রাস্তা করার চেয়ে না করায় ভালো।

একই বাজারের তপন কুমার ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেন, সোমবার কাজ শেষ হয়েছে। মঙ্গলবার ভ্যানের চাকার সঙ্গে পিচ ঢালাই উঠে যাচ্ছে। এমন রাস্তা জীবনেও দেখিনি। দুইদিন পার হয়ে গেলেও পিচ ও খোয়া জমাট বাঁধেনি। রাস্তায় হাত দিলেই পিচ উঠে যাচ্ছে।

ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি রাশেদ হোসেন জানান, রাস্তার কাজ ইঞ্জিনিয়ার বুঝে নিয়েছেন। এখন আর কিছুই করার নেই। আর পিচ জমাট বাঁধতে সময় লাগে।

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করেছি। একটু সময় দিলে পিচ জমে যাবে।

ঝিনাইদহের কালীগঞ্জে ৮২ লাখ টাকায় নির্মিত রাস্তার পীচ উঠে গেল ২ দিন পরেই

মো. বাবর আলী : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ভগবতিতলা গ্রামের পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন ইউপি সদস্য শফিকুল ইসলাম। ওই গ্রামের আব্দুস ছাত্তারের ৪ বিঘা পুকুর ৩ বছরের লীজ নিয়ে গত এক মাস যাবত বালি উত্তোলন করছেন তিনি। এতে ফসলি জমি ও বসত বাড়িঘর ভাঙনের আশঙ্কায় উদ্বেগ উৎকন্ঠায় দিন পার করছেন আশেপাশের বাসিন্দারা। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। এলাকার পানি নিষ্কাশনের কালভাট বন্ধ করে বালির স্তুপ করা হয়েছে। এতে ঐ কালভাটের নিচ দিয়ে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে।
পুকুরের পাড় ঘেঁষে গোপালী খাতুনের বাড়ি। তিনি জানান, ৫নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম এক মাস ধরে ওই পুকুর থেকে মেশিন বসিয়ে বালি উত্তোলন করছেন। অনেক বার নিষেধ করলেও তিনি তা শুনছেন না। স্থানীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে তিনি উল্টা-পাল্টা বুঝিয়ে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর বালি উত্তোলন বন্ধে লিখিত আবেদন করেছেন। তবে স্বীল স্বাক্ষর দিয়ে অভিযোগ পত্র গ্রহণ করেও কেউই বালি উত্তোলন বন্ধে কোন পদক্ষেপ গ্রহন করেননি। একই অভিযোগ করেন পুকুরপাড়ের আব্দুর রহমান, পুরস্কার আলী, লাভলী খাতুন, খোসনেয়ারা ও মুনছুর আলী
রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই পুকুরে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করছেন দুই শ্রমিক। সাংবাদিকদের উপস্থিতিতে শ্রমিকের ফোনে ঘটনাস্থলে আসেন ইউপি সদস্য শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম জানান, ঐ পুকুরে মাটি কাটার প্রয়োজন ছিলো কিন্তু রাস্তা না থাকায় ৫ফুট করে বালি তুলে নেওয়া হচ্ছে। ঐ বালি কি করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, সরকারি ভাবে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে ঐ ঘরে ৩০০ গাড়ি বালি লাগবে। বালি ওই ঘরে দেওয়া হবে। তবে এ কাজের কোন লিখিত অনুমতি আছে কি না ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপরের কর্মকর্তা সবাইকে জানিয়েছি তবে লিখিত কোন অনুমতি নেই।
ইউপি চেয়ারম্যান ইয়ানবী বলেন, গৃহহীনদের ঘরে বালি দেয়ার জন্য বালি উত্তোলন করা হচ্ছে। অনুমিত না নিয়ে বালি উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, উপরের কর্মকর্তারা বালি তুলতে বলেছেন তবে কারো যেন অভিযোগ না থাকে এ ব্যাপার দেখতে বলেছেন। কেউ অভিযোগ দিলে বালি তোলা বন্ধ হয়ে যাবে।
স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, গত বৃহস্পতিবার ঘটনাস্থলে যেয়ে বালি উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। বালি তোলার পাইপ ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও ড্রেজার মেশিন চালু করার যন্ত্রটি নিয়ে আসা হয়। তবে আজও কিভাবে বালি উত্তোলন করছেন এমন প্রশ্নে তিনি বলেন, এখনই বালি উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণ করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

ঝিনাইদহের মহেশপুরে পুকুর থেকে বালি উত্তোলন করছেন ইউপি সদস্য ; প্রশাসনের হস্তক্ষেপ জরুরী

ঝিনাইদহ প্রতিনিধি : আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিআরটিএ ঝিনাইদহের উদ্দোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কার্ষত্রুমের উদ্ভোধন করা হয়েছে।
২৮ মার্চ মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। এসসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রথিন্দ্রনাথ রায়, সালমা সেলিম বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমানসহ অন্যানরা। বক্তারা বলেন বায়োমেট্রিক পদ্ধতি গ্রহন করায় ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবেনা। এক দিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়া ও গ্রহন করা যাবে। এতে করে বিআরটিএর সকল কর্মকান্ড দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে মনে করেন তারা।

 

 

ঝিনাইদহে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

জাফিরুল ইসলাম : ঝিনাইদহের কালীগঞ্জে মাছবোঝাই পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা স্বামী-স্ত্রী দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম সকালে ফজরের নামাজ পড়ে ভ্যানযোগে মেয়েকে নিয়ে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই পিকআপভ্যান যাত্রীবাহী ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় ভ্যানে চালকসহ তিন যাত্রী। সংবাদ পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে  কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে সেখানে সাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম  অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করলে পথে মধ্যে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যান চালক করিম ও নিহতদের মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

 

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত ; ৩ জন আহত