26 Feb 2025, 06:39 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নতুন সমাজ গড়তে হলে অন্তর্ভুক্তিমূলক সংগঠন খুব জরুরি। স্বাধীনতার ৫২ বছর পরে নারীর অগ্রগতিতে প্রাপ্তি অনেক। নারীর অধিকারে অনেক দূর এগোলেও সামাজিক কিছু রক্ষণশীলতা আছে। নারী সর্বোচ্চ পদে থাকলেও নিরাপদ নয়। অগ্রগতিতে নারীদের দৃশ্যমানতা বাড়াতে হবে। নারীর ইজ্জত সম্ভ্রমহানি থেকে সমাজকে মুক্ত করতে হবে।’

শনিবার (১৮ মার্চ) সকালে ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় পরিষদ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে ‘অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনির্মাণ করি’ স্লোগানের আলোকে এ সভা অনুষ্ঠিত হয়।

দীপু মনি বলেন, ভাষা দিয়ে নারীকে দমিয়ে রাখার প্রবণতা দূর করতে হবে। নারী-পুরুষের সাম্য প্রতিষ্ঠা করতে, নারীর অংশীদারত্ব বাড়াতে হলে পুরুষকে এ আন্দোলনে যুক্ত করতে হবে। রাজনীতিতে নারীর অগ্রগতির জন্য তাদের আত্মবিশ্বাস তৈরির জন্য আরও কাজ করতে হবে। সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক ভূমিকা জোরদার করতে হবে। আমরা এগিয়েছি অনেক অনেক দূর কিন্তু যেতে হবে আরও বহুদূর। নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীবান্ধব রাজনীতি ও নারী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন সুরাইয়া বেগম ও তার দল। সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। উদ্বোধনী অধিবেশন সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুস্মিতা আহমেদ। সভায় শোকপ্রস্তাব পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস। এসময় প্রয়াত সব বিশিষ্টজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বােধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আগত সব অতিথিকে ফুল এবং উত্তরীয় দেওয়ার মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

সম্মানিত অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এবং সিনিয়র প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহলা খাতুন বলেন, দেশের নেতৃত্বের উচ্চপর্যায়ে নারীরা এলেও এখনো অনেক নারী বঞ্চনার শিকার। জেন্ডার বৈষম্য আছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে। তৃণমূল থেকে কাজ করতে হবে। নারীদের প্রযুক্তিতে দক্ষ করে তুলতে যথাযথ প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার সুরাইয়া বেগম বলেন, নারীর প্রতি বৈষম্যরোধে বাংলাদেশ মহিলা পরিষদ সাংগঠনিকভাবে জোরালো ভূমিকা পালন করে আসছে। নারীর ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাংগঠনিক সক্ষমতার মাধ্যমে এলাকার নারী ও কন্যা শিশুদের অগ্রগতির জন্য সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ড বলেন, আজকের সভায় জাতীয় পরিষদের আগত অধিক সংখ্যক সদস্যদের উপস্থিতি দেখে আমি অভিভূত। খুলনা, কুড়িগ্রাম, চট্টগ্রামের নারীদের যেকোনো পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা দেখে আমি বিস্মিত। এদেশের সামাজিক প্রথা, বৈষম্যপূর্ণ সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি ও সক্ষমতা বাংলাদেশ মহিলা পরিষদের রয়েছে। বাংলাদেশ নানা অগ্রগতির পরও নারী পুরুষের সমতার ক্ষেত্রে পিছিয়ে আছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সম্মেলনের পর প্রথম জাতীয় পরিষদ সভা অনুষ্ঠিত হচ্ছে। এ সভার মাধ্যমে গত এক বছরের কাজের প্রতিবেদন উপস্থাপন এবং মূল্যায়নের পাশাপাশি বর্তমানে নারীর অগ্রযাত্রার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ করণীয় বিষয়ে সুপারিশ গৃহীত হবে।

সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ধর্মান্ধদের দাপট আছে শিক্ষা, প্রযুক্তিতে, সামাজিক মাধ্যমে। শিক্ষা আন্দোলন আমাদের গড়ে তোলা জরুরি। বেগম রোকেয়ার সময় থেকে আজকের নারীর অবস্থানে অনেক পরিবর্তন এসেছে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য থেকে। সমাজ রক্ষণশীলতাকে ভেঙে নারী উন্নয়নকে এগিয়ে নিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক সম্পাদক উম্মে সালমা বেগম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

 

সর্বোচ্চ পদে থাকলেও নারী নিরাপদ নয় : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে বা তাদের নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না বিএনপির। তারা (বিএনপি) কখনো জনগণের দল ছিল না। এরা সবসময় বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। তাই ক্ষমতার বাইরে থাকলে তারা বিদেশিদের কাছে ধরনা দেয়। এটা নতুন নয়, তাই আওয়ামী লীগ এ নিয়ে বিচলিত নয়।

হানিফ বলেন, বিএনপি ১১ বছর ধরে একই কথা বলে আসছে, সরকারের পতন সময়ের ব্যাপার। যে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্বও নেই।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চান না। এটাই ঠিক, রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমাণ হলো।

কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছা সবুজের সভাপতিত্বে মতবিনিময় সভায় কুষ্টিয়া সদরের বেসরকারি মাধ্যমিক স্তরের কয়েকশ’ শিক্ষক অংশ নেন। এ সময় তারা বেতন-বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

বিদেশিদের নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না বিএনপির : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত বলেছেন, বঙ্গবন্ধু দুঃসাহসিক চিন্তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তিনি ছিলেন একজন বড় দার্শনিক। তার চিন্তাভাবনা এখন দেশে বাস্তবায়ন হচ্ছে।

শনিবার (১৮ মার্চ) সকালে রংপুর নগরীর আরডিআরএস ভবনে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা ও রংপুর বিভাগ উন্নয়ন সমস্যা, সম্ভাবনা ও সুপারিশ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নে আবুল বারকাতের তিনটি মেগা পরিকল্পনা উত্থাপন করেন। যেগুলো হলো- রাষ্ট্রীয় উদ্যোগে উচ্চতর গুণমানসম্পন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, রাষ্ট্রীয় উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও রাষ্ট্রীয় উদ্যোগে কৃষি সমবায় গঠন করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবুল বারাকাত বলেন, এই তিন মেগা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়ন সম্ভব হবে। সেই সঙ্গে রংপুর অঞ্চলে অর্থনীতির ব্যাপক উন্নয়ন হবে। রংপুর অনেক সম্ভাবনাময় অঞ্চল। এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও রেমিট্যান্স আয় বাড়াতে হবে। তবেই দেশব্যাপী উন্নয়ন নিশ্চিত হবে।

সেমিনারে অধ্যাপক হান্নানা বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম প্রমুখ।

সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

বঙ্গবন্ধু দুঃসাহসিক চিন্তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন : অর্থনীতি সমিতির সভাপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আলোচিত দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামকে চেনেন না বলে দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার (১৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ দাবি করেন।

সাবেক আইজিপি তার ফেসবুক পেজে লিখেছেন, সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণ ভাবে নিশ্চিত করতে চাই যে, ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নেই।

আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি কখনোই সখ্য নয়।

আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা।

গোপালগঞ্জের কোটালীপাড়ার যুবক রবিউল ইসলাম নিজের নাম, জাতীয়তা পরিবর্তন করে জোগাড় করেন ভারতীয় পাসপোর্ট। এ পাসপোর্টেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাই। দুবাই পাড়ি জমিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি হয়ে ওঠেন ‘আলাদিনের চেরাগ’।

দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামের ওই প্রতিষ্ঠানের মালিকের নাম আরাভ খান। মূলত তিনি বাংলাদেশের নাগরিক রবিউল ইসলাম। তবে ভারতে গিয়ে নাম পরিবর্তন করে রাখেন আরাভ খান।

পুলিশ বলছে, এ আরাভ খানই মূলত ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া তিনি কীভাবে দেশত্যাগ করলেন সেটিও খতিয়ে দেখা হবে।

দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি আলোচনায় আসেন আরাভ। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিয়ে দুবাইয়ে তার শোরুম উদ্বোধন করা হবে- এই ঘোষণার মাধ্যমে আলোচনায় আসেন। কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকেও দুবাইয়ে নেওয়ার আমন্ত্রণ জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণাটি ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে গোয়েন্দারা। দীর্ঘদিন ধরে যাকে খোঁজা হচ্ছিল তিনি দুবাইয়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করে ‘আরাভ জুয়েলার্স’ নামে সোনার দোকান দিতে যাচ্ছেন। কিনেছেন বাড়ি-গাড়ি। দুবাইয়ে রয়েছে তার কোটি কোটি টাকার ব্যবসা।

দুবাইয়ের নিউ গোল্ড সুকে উদ্বোধন করা হয়েছে আরাভ জুয়েলার্সের। কয়েক দিন আগে এই অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতিমান তারকাদের সম্ভাব্য উপস্থিতির কথা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন রবিউল ওরফে আরাভ। সেখানে তিনি লিখেছিলেন, দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারের ৬৫ তলায় ফ্ল্যাট কিনেছেন। যার নম্বর ৬৫১০। আরও ৪-৫টি ফ্ল্যাটের মালিক তিনি। পাশাপাশি রয়েছে একটি সুইমিংপুল ও বাগানসহ বড় ডুপ্লেক্স বাড়িও।

তার ওই ফেসবুক পোস্ট দেখে অনেকেই চিনে ফেলেন, তিনি বাংলাদেশে পুলিশ কর্মকর্তা হত্যার পলাতক আসামি রবিউল ইসলাম। ফেরারি এক আসামি দুবাইয়ে গিয়ে কীভাবে এত টাকার মালিক হলেন, তা নিয়ে শুরু হয় আলোচনা।

 

আরাভ খানকে আমি চিনি না: সাবেক আইজিপি বেনজীর আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনারসোতে (পশ্চিম সাহারা) ফোর্স কমান্ডার মনোনীত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. ফখরুল আহসান।

ইউনাইটেড নেশনস মিশন ফর দ্য রেফারেন্স ইন ওয়েস্টার্ন সাহারায় (মিনারসো) ফোর্স কমান্ডার হিসেবে ফখরুল আহসানকে মনোনীত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বর্তমানে তিনি একটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি পশ্চিম সাহারায় নিযুক্ত পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউর রেহমানের স্থলাভিষিক্ত হবেন।

শনিবার (১৮ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, মেজর জেনারেল ফখরুল আহসান এর আগে জাতিসংঘ মিশনে সোমালিয়াতে এবং কঙ্গো প্রজাতন্ত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি ভারতের নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন।

মেজর জেনারেল মো. ফখরুল আহসান ১৯৮৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। সেনাবাহিনীতে তার সুদীর্ঘ পেশাগত জীবনে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন ও দু’টি পদাতিক ব্রিগেড কমান্ড করেছেন।

এছাড়া সেনাবাহিনীর স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ মিলিটারি একাডেমি’র কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ‘স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস’র কৌশল শাখার প্রশিক্ষক, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) সিনিয়র প্রশিক্ষক এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন ও টার্ম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্টাফ অফিসার হিসেবে তিনি একটি পদাতিক ডিভিশনের জিএসও-১ (অপস্) এবং সেনাসদরের সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইএসপিআর আরও জানায়, তিনি সফলতার সঙ্গে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ সম্পন্ন করেন। বাংলা ও ইংরেজির পাশাপাশি তিনি ফরাসি ভাষায় অত্যন্ত দক্ষতার সঙ্গে কথা বলতে ও লিখতে পারদর্শী।

ফখরুল আহসান ও তার সহধর্মিণী রাশিদা আহসান এক ছেলে এবং এক মেয়ে সন্তানের গর্বিত জনক-জননী।

জাতিসংঘ মিশনে ফোর্স কমান্ডার বাংলাদেশের ফখরুল আহসান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেল রানাকে (৩৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। শুক্রবার (১৭ মার্চ) সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়। মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির গাড়িচালক ছিলেন সোহেল।

এ নিয়ে এখন পর্যন্ত ১২ জন গ্রেফতার হলেন। আর সোয়া ১১ কোটি টাকার মধ্যে চতুর্থ দফায় এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ৭ কোটি ৮৯ লাখ ছয় হাজার টাকা। সবশেষ সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার হয়।

শনিবার (১৮ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, এই ঘটনার মূল পরিকল্পনাকারীদের অন্যতম সোহেল রানা। তিনি এক সময় মানি প্ল্যান্ট লিংক কোম্পানির গাড়িচালক ছিলেন। গাড়িচালক থাকার কারণে কোম্পানির টাকা আনা-নেওয়ার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতেন তিনি। গাড়িচালক থাকার সময় লুট করা গাড়ির নকল চাবিও বানিয়েছিলেন সোহেল রানা। তার কাছ থেকে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি আইডি কার্ড উদ্ধার করা হয়।

হারুন অর রশীদ আরও বলেন, ঘটনার দিন তিন কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার হলেও কোনো গ্রেফতার ছিল না। এরপর ১১ মার্চ ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার ও ৮ জনকে গ্রেফতার করা হয়।

পরে ১৪ মার্চ ৫৮ লাখ ৭ হাজার টাকাসহ তিনজনকে গ্রেফতার করে ডিবি। সবশেষ শুক্রবার ৮৭ লাখ ৫০ হাজার টাকা, এবং ২০ লাখ টাকা মূল্যের মাইক্রোবাসসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানির দাবি অনুযায়ী, সোয়া ১১ কোটি টাকা লুট হয়। এর আগে গ্রেফতার আকাশ লুটের টাকা থেকে ২০ লাখ টাকায় মাইক্রোবাস কিনেন বলে ডিবিকে জানিয়েছিলেন।

গ্রেফতার আরেক মূল পরিকল্পনাকারী আকাশকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ৯ মার্চ ঘটনার দিন তিনি ২০ লাখ টাকা দিয়ে একটি নোহা মাইক্রোবাস কেনেন। পরবর্তীতে ডিবি মিরপুর জোনাল টিম রাজধানীর খিলক্ষেত থেকে উদ্ধার করে মাইক্রোবাসটি।

এর আগে ৯ মার্চ রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই হয়। সশস্ত্র একটি চক্র মানি প্ল্যান্ট লিংকের গাড়ি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল।

ডাচ্-বাংলার টাকা ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেফতার ; উদ্ধার আরও ৮৭ লাখ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর বাগমারায় এক ইউপি চেয়ারম্যান কন্যার রাজকীয় বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ মার্চ) ছিল বিয়ের অনুষ্ঠান। সকাল থেকেই তাই সব রাজকীয় কারবার। বিয়েতে কনের বাড়িতে বর আসেন ঘোড়ায় চড়ে। আর কনে নিয়ে যাওয়া হয় পালকিতে। শুধু তাই নয়, বিয়ের এই অনুষ্ঠানে অতিথি হয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে আসেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।

পাত্রের নাম মতিউর রহমান। তার বাড়ি বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নের ভরট্ট গ্রামে। মাদ্রাসা শিক্ষক আবদুল মান্নান ও স্বাস্থ্যকর্মী হালিমা খাতুনের একমাত্র ছেলে মতিউর। আর কনে জান্নাতুল ফেরদৌসের বাড়িও একই ইউনিয়নে। তার বাবা আজাহারুল হক স্থানীয় সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা যায়, মতিউর রহমানের দাদাও ঘোড়ায় চেপে বিয়ে করতে গিয়েছিলেন। তাই নিজেরও শখ ছিল ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবেন। আর নববধূ আনবেন পালকিতে করে। পরিবারের সদস্যরাও মতিউরের ইচ্ছা পূরণে সায় দিয়েছেন।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিকভাবে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে মতিউর রহমানের বিয়ে ঠিক হয়। মতিউর রহমান চীন থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছেন। কনে জান্নাতুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। দুই পরিবারের সম্মতিতে আজ তাদের বিয়ের দিন নির্ধারণ ছিল।

এ দিকে, বিয়ের কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল মতিউরের পরিবার। গ্রামের একজন প্রবীণ কাঠমিস্ত্রি তিন দিন ধরে একটি পালকি তৈরি করেছেন। পাশাপাশি বরকে কনের বাড়িতে নেওয়ার জন্য একটি ঘোড়াও ভাড়া করা হয়। উপজেলার শেরকোল শিমলা এলাকার এক ব্যক্তির কাছ থেকে এক দিনের জন্য ঘোড়াটি ভাড়া করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

আজ দুপুর ১২টার দিকে ভরট্ট গ্রাম থেকে ঘোড়ায় চড়ে মতিউর প্রায় এক কিলোমিটার দূরে কনের বাড়িতে আসেন। সঙ্গে নেন পালকি ও বরযাত্রীদের। কনের পরিবার থেকে তাদের গ্রামীণ পুরোনো রীতি অনুসারে বরণ করে নেওয়া হয়।

বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে আসেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক। দুপুর ১২টা ৩৮ মিনিটে হেলিকপ্টারটি স্থানীয় ফুটবল মাঠে অবতরণ করে।

এমপির ব্যক্তিগত সহকারী আতাউর রহমান বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে সংসদ সদস্য স্থানীয় দলীয় অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি হেলিকপ্টারেই ঢাকা ফিরে যান।

মতিউরের মা হালিমা খাতুন বলেন, তার একমাত্র ছেলের ইচ্ছা ছিল দাদার মতো ঘোড়ায় চড়ে বিয়ে করার। ছেলের শখ মেটাতে ও পরিবারের ঐতিহ্য ফিরে আনতে তারা এ আয়োজন করেছেন। সবাইকে চমক দিতে কিছুটা গোপনেই এসব আয়োজন করা হয়েছে।

মতিউরের চাচা মামনুর রশিদ বলেন, ছেলের দাদা আহম্মদ হোসেনও ঘোড়ায় চড়ে বিয়ে করেছিলেন। পরে পালকিতে নববধূকে বাড়িতে আনা হয়েছিল। তবে এরপর আর পরিবারে এ ধরনের আয়োজন হয়নি। মতিউরের বিয়ের মাধ্যমে এটা আবার শুরু হলো।

কনের বাবা ইউপি চেয়ারম্যান আজাহারুল হক বলেন, তার একমাত্র মেয়ের বিয়ে। তিনি স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন পেশার প্রায় তিন হাজার লোকজনকে নিমন্ত্রণ করেছেন। বরপক্ষের ব্যতিক্রম আয়োজনে তিনিও মুগ্ধ।

বিয়েতে ঘোড়ায় চড়ে বর ; পালকিতে কনে ; অতিথি এলেন হেলিকপ্টারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পত্তির ঘর থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সাজিদ ফারাজীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) মাঝরাতে খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে খুলনা সদর থানা পুলিশ। এর আগে শুক্রবার ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকার আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তির ঘর থেকে তাদের শিশু ছেলেটিকে চুরি করা হয়। তাদের সাদিয়া নামের পাঁচ বছর বয়সী একটি মেয়েও রয়েছে।

পুলিশ জানায়, অপরাধীরা ব্যাগের মধ্যে শিশুটিকে রেখে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

সন্তানকে ফিরে পেয়ে খুশি বাবা-মাসহ এলাকাবাসী। তবে সন্তান চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

শিশু সাজিদের মা সুমি খাতুন বলেন, মনে হচ্ছিল আমার বুকের মধ্যে কী যেন নেই। পরানডা এখনই বের হয়ে যাবে। সারাদিন শুধু আমার বুক খা খা করেছে। আমার বাজানকে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। সব কষ্ট ভুলে গেছি।

শিশুটির বাবা কৃষক আবু সাঈদ ফারাজী বলেন, আমার সন্তানকে ফিরে পেয়েছি এটাই শান্তি। তবে চুরির সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি  জানাচ্ছি।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, শিশু চুরির খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

বাগেরহাটে চুরি হওয়া সন্তানকে ফিরে পেলেন কৃষক দম্পতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনির্দিষ্ট অভিযোগ ও মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার করা হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সংবাদ সম্মেলনে এ কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন, মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে বিষোদগার করেছেন। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই পুলিশের বিরুদ্ধে অপপ্রচার করে সম্মানহানি করেছেন। দুই পক্ষের জমি নিয়ে যেখানে বিবাদ সেখানে পুলিশকে তৃতীয় পক্ষ হিসেবে জড়িয়ে আপত্তিকর বক্তব্য ফেসবুকে প্রচার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে মাহিয়া মাহিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে মারধর, ভাঙচুর, চাঁদাবাজিসহ ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। অন্য মামলাটি করেন স্থানীয় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি।

চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বামী রকিব সরকারের সঙ্গে সম্প্রতি সৌদি আরবে ওমরা হজ পালন করতে যান। সেখান থেকে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলেন। ফেসবুক লাইভে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ তোলেন।

 

পুলিশের সম্মানহানি করেছেন চিত্রনায়িকা মাহি : গাজীপুরের পুলিশ কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে অপহরণের ৩০ ঘণ্টা পর কৃষক ও শিক্ষার্থীসহ সাত জনকে উদ্ধার করা হয়েছে। টেকনাফের ৬নম্বর ওয়ার্ড জাহাজপুরার গহীন পাহাড় থেকে শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তাদের উদ্ধার করে পুলিশ।

তবে উদ্ধারকৃতদের পরিবারের সদস্যদের দাবি, মুক্তিপণ পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

উদ্ধারকৃতরা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ড জাহাজপুরা এলাকার চকিদার ইসহাকের ছেলে কলেজ শিক্ষার্থী গিয়াস উদ্দিন (১৮), ফজল করিম (৩৭), জায়নুল ইসলাম (৪০), রশিদ আলম (২৮), জাফর আলম (৪০), আরিফ উল্লাহ (২২), জাবরুল ইসলাম (৩৫)।

টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম বলেন, বৃহস্পতিবার (১৬ মার্চ) কৃষক ও এক কলেজ শিক্ষার্থীসহ সাত জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম পাহাড়ে অভিযান পরিচালনা করে। এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ডিবি ও পুলিশের একটি টিম জাহাজপুরা পাহাড়ে ভেতর অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে।

ওসি বলেন, উদ্ধারকৃতদের সঙ্গে কথা বলা হচ্ছে, কারা এঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করা হবে বলে ।

ভুক্তভোগী জায়নুলের স্ত্রী দিলারা বেগম বলেন, আমার স্বামীসহ অপহৃত অন্যান্যদের উদ্ধারে পুলিশী অভিযান চললেও অপহরণকারীরা তাদেরকে কল করে হুমকি দিয়ে আসছিলেন। অপহৃতদের ফেরত পেতে হলে মুক্তিপণের টাকা দিতে চাপ দেয় তারা, নয়তো অপহৃতদের হত্যার হুমকি দেওয়া হয়। তাই স্বামীকে জীবিত ফেরত পেতে ৫০ হাজার টাকা দিয়েছি।

তবে মুক্তিপণের তথ্য জানা নেই উল্লেখ করে ওসি বলেন, আমাদের অভিযানে ভীত হয়ে অপহরনকারীরা তাদের ছেড়ে দিয়েছে দেখলাম। গোপনে তারা টাকা দিয়ে থাকলে আমাদের করার কিছু নেই।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টেকনাফের বাহারছড়া ৬নম্বর ওয়ার্ড জাহাজুপুরা পাহাড়ের ভেতরে পানির ছড়াতে পানের বরজ ও সুপারি গাছের চারাতে পানি দেওয়ার জন্য গেলে এক কলেজ শিক্ষার্থী ও কাঠুরিয়া এবং কৃষকসহ মোট সাত জনকে ২০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীরা গ্রুপ অপহরণ করে পাহাড়ের ভেতর নিয়ে যায়।

 

কক্সবাজারে অপহরণের ৩০ ঘণ্টা পর শিক্ষার্থীসহ ৭ জন উদ্ধার