সহীহ্ আবু দাউদ শরীফের “পবিত্রতা অধ্যায়ে” উল্লেখ আছে, রসুলুল্লাহ (সঃ) বলেছেন, “যে ব্যাক্তি উত্তমরূপে অজু করার পর কালিমা শাহাদাত “আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারিকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসুলুহু” পাঠ করে তার জন্য আটটি বেহেশতের সকল দরজা খুলে যাবে। সে ব্যক্তি নিজের ইচ্ছায় যে কোন বেহেশতে প্রবেশ করতে পারবে”।
Leave a Reply