30 Nov 2024, 11:27 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের মীরসরাইয়ে শেখ ফরিদ নামে এক ব্যবসায়ীকে বাড়ি যাওয়ার পথে গুলি করে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ১১টায় মুহুরী প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় আজমপুর বাজারে ফরিদের একটি দোকান আছে। তিনি উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুই বারের সাবেক মেম্বার।

আহত ফরিদ বলেন, ‘দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে মুখোশ পরা দুই জন বাজারের পর থেকে আমাকে অনুসরণ করে। একপর্যায়ে বাড়িতে প্রবেশের সময় রাস্তায় মোটরসাইকেলের গতি ধীরে করলে তারা আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। টাকাসহ আমি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় তারা আমার সঙ্গে থাকা ব্যবসার ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় আমি জোরারগঞ্জ থানায় অজ্ঞাত দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছি।’

ফরিদের ছোট ভাই রবিউল হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা ভাইকে গুলি করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে। ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজু সিংহ জানান, গতকাল রাত দেড়টা থেকে দুইটার মধ্যে শেখ ফরিদকে হাসপাতালে আনা হয়। তার কোমরের একটু ওপরে পেটের ডান পাশে সামান্য কাটার মতো ছিল। গুরুতর কিছু না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ফরিদ বাদী হয়ে অজ্ঞাত দুই জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ৯ লাখ টাকা ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা ও তার মিত্ররা ইউক্রেনকে এ পর্যন্ত কত ডলারের অস্ত্র দিয়েছে তা ফাঁস করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি জানিয়েছেন, ইউক্রেনকে এ পর্যন্ত ওয়াশিংটন ও মিত্ররা সাড়ে ৬ হাজার কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়েছে।

কথিত ‘ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপ’ এর ১২তম বৈঠকে এই তথ্য জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। আমেরিকাসহ ন্যাটো জোটের ৩১টি দেশ এই গ্রুপের সদস্য। এর বাইরে আরো বেশ কিছু দেশ এই গ্রুপের সদস্য হিসেবে রয়েছে। তিনি বলেন, ইউক্রেনের সমর্থকরা আগের মতোই ঐক্যবদ্ধ রয়েছে।

দীর্ঘ মেয়াদের জন্য আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়াতে প্রস্তুত বলে ঘোষণা করেন লয়েড অস্টিন। এছাড়া, আগামী সপ্তাহ থেকে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু হবে বলে জানান অস্টিন।

কিয়েভকে আধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করার পাশাপাশি আমেরিকা এখন ইউক্রেনকে “অতিরিক্ত বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধাস্ত্র দেয়ার দিকে মনোনিবেশ করছে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনের আকাশ এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করার জন্য বিমান প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ।

ইউক্রেনকে ৬ হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী