23 Dec 2024, 12:35 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১২ টন ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ। শনিবার (৩ জুন) এ ত্রাণসামগ্রী পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখায় রাখাইন রাজ্যে ক্ষতিগ্রস্থদের জন্য আজ ১২০ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাতিসংঘ জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে মিয়ানমারে প্রায় আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের খাদ্য, ত্রাণ ও অন্যান্য সাহায্য দরকার বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি।

গত ১৪ মে ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মিয়ানমারের পশ্চিম উপকূলীয় রাজ্য রাখাইনে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর ঝড়টি প্রতিবেশী চীন রাজ্য এবং সাগাইঙ্গ ও মাগউই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়।

 

মিয়ানমারে মোখায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১২০ টন ত্রাণ পাঠালো বাংলাদেশ