অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। ফিলিস্তিন ‘ওয়াফা’ বার্তা সংস্থা এ কথা জানিয়েছে।
ঐ বার্তা সংস্থা পরিবেশিত খবরে বলা হয়, সেখানে মধ্যরাতের পর চালানো এ হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সংস্থাটি আরো জানায়, হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়।
গাজা ভিত্তিক ফিলিস্তিনি কট্টরপন্থী গ্রুপ হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে আকস্মিকভাবে ইসরায়েলি ভূ-খ-ে অনুপ্রবেশ করার পর থেকেই মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামাস এই হামলাকে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকা-ের একটি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।
হামাসের এমন হামলা জবাবে ইসরাইল গাজা উপত্যকাকে সম্পূর্ণ অবরোধ করার ঘোষণা দিয়ে এই উপত্যকা এবং লেবানন ও সিরিয়ার কিছু অংশে বিমান হামলা শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিম তীরেও সংঘর্ষ চলছে।
Leave a Reply