25 Dec 2024, 07:01 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সাথে ফোনালাপকালে অবরুদ্ধ গাজা পরিস্থিতির মারাত্বক অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন। মঙ্গলবার ক্রেমলিন এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ক্রেমলিন জানায়, এ সময় তারা ‘গাজা উপত্যকায় বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় এবং সেখানে মানবিক পরিস্থিতির বিপর্যয়কর অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।’
বিবৃতিতে বলা হয়, পুতিন ও এরদোয়ান আবাসিক এলাকা এবং ধর্মীয় স্থানগুলোতে ইসরায়েলের ‘অগ্রহণযোগ্য’ হামলা নিয়েও আলোচনা করেন।
এ দুই নেতা বলেন, রাশিয়া এবং তুরস্কের অবস্থান কার্যত একই। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে তাদের মনোযোগ বেশি।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৪০০ জন নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারা হয়।
গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরায়েলের হামলায় ৬ হাজার ৫৪৬ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের বেশিরভাই বেসামরিক নাগরিক।
এদিকে সোমবার পুতিন গাজায় অবাধে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রুশ নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইরান ও আরব দেশগুলোর নেতাদের সাথেও কথা বলেছেন।

 

 

এরদোয়ানের সাথে ফোনালাপে গাজা পরিস্থিতির ‘মারাত্বক অবনতির’ আশঙ্কা প্রকাশ করলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় মঙ্গলবার রাতে ইসরায়েলের এক ঘণ্টার ব্যাপক হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। হামাস স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেকছেন, ‘ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার একাধিক এলাকায় তাদের হামলা জোরদার করেছে। গত এক ঘণ্টার ব্যাপক হামলায় প্রায় ৫০ জন শহীদ হয়েছে।’
ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী শনিবার তাদের বিমান হামলা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। ফলে সেখানে ক্রমবর্ধমান সংঘাতে ইতোমধ্যে উভয় পক্ষের হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
এরআগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, সামরিক বাহিনী সোমবার হামাসের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। দিনটি হামাসের জন্য ‘বড়’ ক্ষতির দিন ছিল।
হামাসের পক্ষ থেকে বলা হয়, ইসরাইয়েলর ব্যাপক বিমান ও কামান হামলায় ইতোমধ্যে গাজায় দুই হাজারেরও বেশি শিশু এবং ১,৪০০  নারীসহ ৫,৭৯১ জন নিহত হয়েছে।

গাজায় ইসরায়েলের এক ঘণ্টার হামলায় ৫০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ফিলিস্তিনী সংবাদ মাধ্যম বুধবার এ কথা জানিয়েছে।
স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াফা’ বলেছে, জেনিন শরণার্থী শিবিরের কাছে একদল লোকের ওপর ইসরায়েলি বিমান থেকে দ’ুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা সন্ত্রাস প্রতিরোধী কার্যক্রম চালিয়েছে।
বিবৃতিতে হতাহতের কথা উল্লেখ করা হয়নি।
জাতিসংঘ মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর থেকে পশ্চিম তীরে তেলআবিবের হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গ্রুপ হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েল এ যুদ্ধ ঘোষণা করে।

ফিলিস্তিনের পশ্চিমতীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত